বিয়ের পর সাতদিন কোনও জামাকাপড় পরেন না নববধূ, ভারতেই রয়েছে এই গ্রাম, কোথায় জানেন?

 



Bizarre: এই দেশেই এমন একটি জায়গা রয়েছে, যেখানে বিয়ের পর অদ্ভুত নিয়ম মানতে হয়। সেখানে নববধূদের বিয়ের পর কোনও পোশাক পরতে পারেন না। তাও আবার একদিন নয়, সাতদিন!


সিমলা: ভারতে বিয়ে মানেই একটা বড় অনুষ্ঠান। নানা ধর্ম, নানা সম্প্রদায়ের বসবাস যেহেতু এই দেশে, তাই বিভিন্ন নিয়মও রয়েছে তাদের। হিন্দু রীতিতেও বিভিন্ন সম্প্রদায়, এমনকী অঞ্চল ভেদেও বিয়ের নিয়ম পাল্টে যায়। তবে বিয়ের পর নববধূকে নগ্ন থাকতে হয়, এমন নিয়ম শুনেছেন?


অবিশ্বাস্য় মনে হলেও, এটাই সত্যি। এই দেশেই এমন একটি জায়গা রয়েছে, যেখানে বিয়ের পর অদ্ভুত নিয়ম মানতে হয়। সেখানে নববধূদের বিয়ের পর কোনও পোশাক পরতে পারেন না। তাও আবার একদিন নয়, সাতদিন!




হিমাচল প্রদেশের মণিকরণের একটি ছোট্ট গ্রাম পিনি। সেখানেই এই অদ্ভুত নিয়ম মানা হয়। বিয়ের পর নববধূকে নগ্ন থাকতে হয় সাতদিন। এই সময়ে স্বামী স্ত্রীর সঙ্গে দেখা করা তো দূর, কথাও বলতে পারেন না।


বিয়ের পর শ্রাবণ মাসেও আরেক অদ্ভুত নিয়ম মানতে হয় নববধূদের। এই সময়ও তারা কোনও পোশাক পরতে পারেন না, কেবল উলের চাদর দিয়ে তৈরি পোশাক, যা পাট্টু নামে পরিচিত, তা পরতে পারেন।




শুধু বধূদের জন্যই নয়, স্বামীদের জন্যও নিয়ম রয়েছে। বিয়ের পর প্রথম এক সপ্তাহ বর মদ্যপান করতে পারেন না। ওই গ্রামের বিশ্বাস, যদি নববধূ ও স্বামী এই নিয়ম মানেন, তবে ঈশ্বর তাদের সৌভাগ্যের আশীর্বাদ করে।

Countdown Timer
00:01

Comments