চোখে আ’ঘাত বা পো’কা ঢুকলে কী করবেন? জেনে নিন জরুরি প্রাথমিক চি’কিৎসা

 


কাজ করতে গিয়ে অসাবধানতাবশত অথবা অন্য কোনো কারণে চোখে আঘাত লাগা খুবই সাধারণ ঘটনা। অনেক সময় ছোট পোকা বা ধুলোবালিও চোখে ঢুকে অস্বস্তি সৃষ্টি করতে পারে। এমন হঠাৎ পরিস্থিতিতে কী করবেন, তা জেনে রাখা জরুরি।

শিশু, কিশোর বা বড় যেই হোন না কেন, চোখে আঘাত লাগলে অথবা কোনো কিছু পড়লে সঙ্গে সঙ্গে পরিষ্কার জলের ঝাপটা দিয়ে চোখ ধুয়ে ফেলতে হবে। বিশেষ করে চোখে যদি ধুলোবালির মতো কিছু পড়ে, তাহলে একটানা জলের ধারা দিয়ে চোখ পরিষ্কার করুন।

যদি চোখে কোনো পোকা বা ছোট কণা জাতীয় কিছু নজরে পড়ে, তাহলে হালকা করে পরিষ্কার কাপড় বা নরম টিস্যু ব্যবহার করে তা আলতোভাবে সরানোর চেষ্টা করুন। তবে যদি মনে হয় কোনো কিছু চোখের মধ্যে বিঁধে আছে, তাহলে একেবারেই স্পর্শ করার চেষ্টা করবেন না। এতে আরও ক্ষতি হতে পারে।

যদি সামান্য আঁচড় লাগে এবং তেমন কিছু চোখে না পড়ে, তাহলে প্রাথমিকভাবে যেকোনো একটি অ্যান্টিবায়োটিক আই ড্রপ প্যাকেজের নির্দেশিকা অনুযায়ী ব্যবহার করতে পারেন। তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া ভালো।

তবে কিছু ক্ষেত্রে দ্রুত চক্ষুবিশেষজ্ঞের কাছে যাওয়া জরুরি। যদি চোখ অনেক বেশি ফুলে যায়, চোখ খুলতে অসুবিধা হয়, চোখের মধ্যে রক্তক্ষরণ দেখা যায়, দৃষ্টি ঝাপসা লাগে অথবা চোখে প্রচণ্ড ব্যথা অনুভব করেন, তাহলে কালবিলম্ব না করে চক্ষুবিশেষজ্ঞের শরণাপন্ন হোন। চোখের আঘাত গুরুতর হলে দ্রুত চিকিৎসা শুরু করা প্রয়োজন।

Countdown Timer
00:01

Comments