পকেট মেরে ধরা খেলেন অভিনেত্রী
একাধিক ব্যক্তির পকেট মারার পর ঘটনাস্থল থেকেই পুলিশের হাতে ধরা খেলেন অভিনেত্রী রূপা দত্ত। শনিবার সন্ধ্যায় কলকাতা আন্তর্জাতিক বইমেলায় এই ঘটনা ঘটে। এ সময় কয়েকটি মানিব্যাগসহ রূপাকে আটক করে টহলরত পুলিশ।
শনিবার সন্ধ্যায় কলকাতা আন্তর্জাতিক বইমেলায় দায়িত্বরত এক পুলিশ খেয়াল করেন, অভিনেত্রী রুপা ডাস্টবিনে একটি মানিব্যাগ ফেলে চলে যাচ্ছেন। এ সময় ওই পুলিশ তার পথ আটকান। কেন ব্যাগটি ফেলে দিলেন জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেননি রূপা।
এরপর অভিনেত্রীকে এক নারী পুলিশ দিয়ে তল্লাশি করা হয়। তখনই তার বহনকারী ব্যাগটির মধ্য থেকে বেরিয়ে আসে আরও কয়েকটি মানিব্যাগ। প্রতিটিতে ছিল বড় অংকের টাকা। এর পরই পুলিশ সদস্যদের জেরার মুখে সবকিছু গড়গড় করে কবুল করেন রূপা।
কলকাতার বিধাননগর থানা পুলিশ জানিয়েছে, অভিনেত্রীর ব্যাগের মধ্যে পাওয়া মানিব্যাগগুলো তিনি বইমেলা থেকে চুরি করেছেন। ব্যাগগুলো থেকে মোট ৭৫ হাজার রুপির মতো পাওয়া গেছে। রূপা বিভিন্ন হাইপ্রোফাইল অনুষ্ঠান এবং জনবহুল জায়গায় গিয়ে পকেট মারেন বলেও জানায় পুলিশ। তার একটি চক্র রয়েছে বলে তাদের ধারণা।
এর আগেও একাধিক বার বিতর্কে জড়িয়েছেন রূপা। একবার তিনি বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছিলেন। পরে তদন্ত করে পুলিশ জানতে পারে, অনুরাগ কাশ্যপ নয়, বরং অন্য একজনের সঙ্গে চ্যাট করেছিলেন বিতর্কিত এই অভিনেত্রী।
Comments
Post a Comment