ব্রা পরেন না উরফি জাভেদ! কারণটা জানলে অবাক হয়ে যাবেন

 পঞ্জাবের মেয়ে উরফি। ছোট থেকেই বাবার কড়া শাসনে বড় হয়েছেন। উরফি এই সাক্ষাৎকারে জানিয়েছেন, বাবা শাসনের চোটে একেবারে গলাবন্ধ জামা কাপড় পরতে হত তাঁকে।



উরফি জাভেদ! বিনোদুনিয়ায় শুধু নামটাই কাফি। কারণ, উরফি নাম শুনলেই চোখের উপর ভেসে উঠবে আজব ফ্য়াশন। আর এই আজব ফ্যাশনের হাত ধরেই কিন্তু সোশাল মিডিয়ায় সেনসেশন উরফি। সেই উরফিই সম্প্রতি এক পডকাস্টে সাক্ষাৎকার দেওয়ার সময় যা বললেন, তা রীতিমতো হতবাক করে দেওয়ার মতো ঘটনা।

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। পঞ্জাবের মেয়ে উরফি। ছোট থেকেই বাবার কড়া শাসনে বড় হয়েছেন। উরফি এই সাক্ষাৎকারে জানিয়েছেন, বাবা শাসনের চোটে একেবারে গলাবন্ধ জামা কাপড় পরতে হত তাঁকে। শুধু তাই নয়, চুড়িদারের ওড়না যদি একটু বুক থেকে সরে যেত, তাঁর বাবা নাকি বলতেন, ছেলেদের কাছে ডাকতেই এমনটা করছেন উরফি। এমনকী, কথায় কথায়, উরফির উপর শারীরিক অত্যাচারও করতেন তাঁর বাবা।


উরফি জানান, সেই সময় থেকেই মনের মধ্যে জায়গা করে নিয়েছিল স্বাধীন হওয়ার কথা। পোশাকের স্বাধীনতা, বাঁচার স্বাধীনতা। উরফির কথায়, আমি আমার শরীরকে ভালবাসি। এই শরীরটা আমার মালিকানা। তাই যা ইচ্ছে তা করতে পারি।

এরপরই বোমা ফাটান ভাইরালকন্যা উরফি। স্পষ্ট জানান, ব্রা পড়লে নিজেকে পরাধীন লাগে। কোনও বাঁধাতে জড়িয়ে থাকতে চাই না। তাই বেশিরভাগ সময় আমি ব্রা পরি না। নিজের শরীর ও মন খোলা লাগে আমার। এটা একেবারেই আমার চয়েস।


আজব পোশাকের জন্য মাঝে মধ্যেই উরফিকে কটাক্ষের মুখে পড়তে হয়। কিন্তু উরফি এসবকে পাত্তা দেন না। উরফির মতে, মাই লাইফ, মাই রুল।

Countdown Timer
00:01

Comments