পাঁচ দিন যেসব এলাকায় সাড়ে ৫ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না
জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য সিলেটের ৩৯টি এলাকায় প্রতিদিন সাড়ে ৫ ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (২২ মে) থেকে সোমবার (২৬ মে) পর্যন্ত প্রতিদিন ভোর ৫টা ৩০ মিনিট থেকে সকাল ১০টা পর্যন্ত এই লোডশেডিং কার্যকর থাকবে।
বুধবার এক বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) এ তথ্য জানিয়েছে। সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-১–এর নির্বাহী প্রকৌশলী মো. আরাফাত স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, লাক্কাতুরা ৩৩/১১ কেভি উপকেন্দ্র ও এর আওতাধীন ফিডারগুলোর অধীনে থাকা এলাকায় এই সময়সীমায় বিদ্যুৎ থাকবে না।
যেসব এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে:
লাক্কাতুরা বাজার, মুসলিম পাড়া, মালনীচড়া, বাদাম বাগিচা, রুপসা আবাসিক এলাকা, কাকুয়ারপাড়, বিমানবন্দর থানা, বাইশটিলা, ধোপাগুল, বনশ্রী, বড় বাজার, আঙ্গুরমিয়ার গলির মুখ, দারুস সালাম মাদ্রাসা রোড, পর্যটন এলাকা, ফরিদাবাদ, সিলভার সিটি, কেওয়াছড়া, হিলুয়াছড়া চা-বাগান, মহালদিক, উমদারপাড়া, আলাইবহর, লিলাপাড়া, দাপনাটিলা, সাহেবের বাজার, কালাগুল, লালবাগ, পীরেরগাঁও, ছালিয়া, রঙ্গিটিলা, সালুটিকর ঘাটসহ আশপাশের এলাকা।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে, নির্ধারিত সময়ের আগে কাজ সম্পন্ন হলে আগেই বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।
Comments
Post a Comment