চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘শক্তি’, ভয়াবহ তাণ্ডবের শঙ্কা
চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘শক্তি’, ভয়াবহ তাণ্ডবের শঙ্কা
ঘূর্ণিঝড়প্রবণ এপ্রিল মাস কেটে গেলেও কোনো ঘূর্ণিঝড় দেখা যায়নি। তবে মে মাসের তৃতীয় সপ্তাহে বঙ্গোপসাগরে সৃষ্ট হতে পারে একটি শক্তিশালী ঘূর্ণিঝড়, যার সম্ভাব্য নাম ‘শক্তি’। আবহাওয়া ও জলবায়ু বিশেষজ্ঞদের মতে, এটি বাংলাদেশের উপকূলীয় অঞ্চলসহ ভারতের পশ্চিমবঙ্গ ও ওড়িশায় ভয়াবহ তাণ্ডব চালাতে পারে।
কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, ২৪ থেকে ২৬ মে’র মধ্যে ঘূর্ণিঝড় ‘শক্তি’ গঠিত হতে পারে। রোববার (১১ মে) এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, ২৩ থেকে ২৮ মে’র মধ্যে ঘূর্ণিঝড়টি স্থলভাগে আঘাত হানার আশঙ্কা রয়েছে। এটি ভারতের ওড়িশা উপকূল ও বাংলাদেশের চট্টগ্রাম উপকূলের মাঝামাঝি যেকোনো স্থানে আছড়ে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
গবেষক পলাশ বলেন, বঙ্গোপসাগরে ইতোমধ্যে ঘূর্ণিঝড় সৃষ্টির উপযোগী পরিবেশ তৈরি হয়েছে। তিনি সতর্ক করে বলেন, এটি এখন সময়ের ব্যাপার মাত্র। ফলে উপকূলীয় অঞ্চলের মানুষদের আগাম প্রস্তুতি নিতে হবে। সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের নাম ‘শক্তি’ প্রস্তাব করেছে শ্রীলঙ্কা।

Comments
Post a Comment