এক ক্লিকেই এআই দিয়ে সিভি তৈরির পাঁচ কৌশল

 


যেকোনো চাকরি প্রার্থীর প্রথম দর্শনের জন্য একমাত্র উপায় হলো তার জীবনবৃত্তান্ত বা সিভি। বিশ্বের বহুল পরিচিত জব পোর্টাল ইন্ডিড-এর একটি গবেষণায় দেখা গেছে, নিয়োগকর্তারা প্রতিটি সিভি বা জীবনবৃত্তান্ত দেখার জন্য ৬ থেকে ১৫ সেকেন্ড সময় নেন।

অর্থাৎ ক্যারিয়ারে সফলতার পুরোটাই নির্ভর করছে সেই ৬ থেকে ১৫ সেকেন্ডের ওপর। গ্রাজুয়েশনের পর সিভির আদ্যোপান্তের ব্যাপারে কোনো সন্দেহ না থাকলেও কিছুটা ঘাটতির জন্য প্রতিটি চাকরির আবেদন বিফলে যায়।

তাই যাদের নতুন বা সিভি বানানোর অভিজ্ঞতা নেই, তারা জেনে নিন কিভাবে সিভি বা জীবনবৃত্তান্ত তৈরি করতে হয়। একটি ভালো মানের সিভি তৈরি করার জন্য এআইয়ের কিছু টুল হতে পারে আপনার জন্য অন্যতম সহায়ক। আসুন জেনে নিই এআইয়ের কিছৃ টুল যা আপনার জন্য এক ক্লিকে সিভি বানিয়ে দিতে পারে।

আপনার জন্য জনপ্রিয় কিছু এআইভিত্তিক সিভি তৈরির টুলে দেওয়া হলো, যেগুলো দিয়ে বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই সিভি বানাতে পারবেন।


সিভি বানানোর জনপ্রিয় কিছু এআই টুলস


Kickresume


এই টুলস দিয়ে সহজে প্রফেশনাল সিভি তৈরি করা যায়। এটি কনটেন্ট সাজেস্ট করে।

Rezi


এআইয়ের জনপ্রিয় এই টুল (যে সিভি রিক্রুটিং সফটওয়্যার পড়তে পারে) সিভি তৈরি করতে সাহায্য করে।


Zety


এআইয়ের এই টুল আপনার জন্য অনেক সুন্দর টেমপ্লেট ও এআই বেজড গাইডেন্স দেয়।

Canva


জনপ্রিয় এই টুল দিয়ে আপনি গ্রাফিক্সসহ সুন্দর ডিজাইন করে সিভি বানাতে পারেন। এখানে নিজে লিখতে হয়, তবে এখানে এআই টেক্সট সাজেশনও আছে।


Teal


এই টুলস একাধিক জব অ্যাপ্লিকেশনের জন্য কাস্টমাইজ করা সিভি বানাতে সাহায্য করে।


Countdown Timer
00:01

Comments