শিশুর মা মচকে গেলে প্রথম করনীয়



 আজ আমার ৪ বছরের ভাতিজা খেলার সময় পড়ে গিয়ে হাতে ব্যথা পায়, ফুলেও গেছে। আলহামদুলিল্লাহ, সে আঙুল নাড়াতে পারছে — তাই বুঝলাম হাড় ভাঙেনি, তবে চোটটা মচকে যাওয়ার মতো। এমন সময় যেটুকু করণীয়, তা সবার সঙ্গে শেয়ার করছি:


✅ প্রথম ৪টি করণীয়:


1. ❄️ বরফ সেঁক দিন – নরম কাপড়ে বরফ পেঁচিয়ে ১০–১৫ মিনিট করে দিনে ৩–৪ বার সেঁক দিন।


2. 🧣 হাত নাড়তে না দিন – কাপড় দিয়ে হালকা স্লিং বানিয়ে ঝুলিয়ে রাখুন।


3. 💊 ব্যথা হলে প্যারাসিটামল দিন – শিশুর বয়স ও ওজন অনুযায়ী ডোজ মেনে সিরাপ দিন।


4. 👀 নজর রাখুন – ফুলে যাওয়া বাড়ছে কিনা, রঙ পাল্টাচ্ছে কিনা, নড়াচড়া ঠিকমতো করছে কিনা।


⚠️ কখন ডাক্তারের কাছে যাবেন?


– ব্যথা খুব বেশি হলে


– হাত বা আঙুল নাড়াতে না পারলে


– ফুলে যাওয়া কমছে না বা বাড়ছে


– হাত নীলচে হয়ে গেলে


💡 অনেক সময় ছোটদের হাড়ে চিড় (Greenstick fracture) হয়, যা বাইরে থেকে বোঝা যায় না — তাই সন্দেহ হলে এক্স-রে করিয়ে নেওয়াই সবচেয়ে ভালো।


শিশুদের এমন দুর্ঘটনায় আমরা যেন সচেতন থাকি, দ্রুত সঠিক পদক্ষেপ নিতে পারি — এটাই চাওয়া। 🌸

Countdown Timer
00:01

Comments