সামান্য আঘাতেই ত্বকে কালশিটে দাগ পড়া কীসের ইঙ্গিত?

 


রাস্তায় চলাচল করতে গিয়ে অনেকেই অসাবধানতা বসত প্রায়ই হোঁচট খান। অনেকসময় আঘাত লাগলেও খেয়াল থাকে না। সামান্য চোট-আঘাতের কারণে অনেকের রক্তজমাট বাঁধা কিংবা কালশিটে দাগ পড়ার প্রবণতা থাকে। 


বড় ধরনের সমস্যায় রক্ত জমাট বাঁধতেই পারে। কিন্তু ছোটোখাটো আঘাতেও যদি এমনটা হয় তাহলে কিন্তু সাবধান হতে হবে। শরীরে কালশিটে দাগ পড়া কীসের ইঙ্গিত চলুন জানা যাক-

হেমোফিলিয়া জাতীয় রোগ


রক্ত ঠিকমতো জমাট না বাঁধলে কিংবা রক্ত জমাট বাঁধতে দেরি হলে কালশিটে পড়ার আশঙ্কা থাকে। এ কারণে হেমোফিলিয়া জাতীয় রোগ থাকলে কালশিটে পড়ার প্রবণতা বেশি দেখা যায়।



ক্যানসার

অল্প আঘাতেই কিংবা নামমাত্র আঘাতে কালশিটে দাগ পড়া হতে পারে ক্যানসারের লক্ষণ। ব্লাড ক্যানসার বা বোনম্যারো ক্যানসার হলে কালশিটে দাগ পড়ার আশঙ্কা বাড়ে।



লিভার সিরোসিস


অনেকসময় লিভার সিরোসিসের কারণেও ত্বকে কালশিটে দাগ দেখা দিতে পারে। অতিরিক্ত মদ্যপানের কারণে সাধারণত এই অসুখ হয়। এক্ষেত্রে লিভারের যে প্রোটিনটি রক্ত জমাট বাঁধতে সহায়তা করে, সেই প্রোটিনের উৎপাদন কমে যায়।

ভিটামিনের ঘাটতি 


দেহে ভিটামিন সি বা ভিটামিন কে-র অভাব হলে কালশিটে দাগ পড়ে। বিশেষত শরীরে ভিটামিন কে-র পরিমাণ বেশি কমে গেলে এই সমস্যা বাড়ে।



ওষুধের প্রতিক্রিয়া 


বিশেষ কোনো ওষুধের প্রতিক্রিয়ায়ও কালশিটে দাগ পড়তে পারে। অ্যাসপিরিন জাতীয় ওষুধ রক্ত জমাট বাঁধতে দেয় না। এমন ওষুধ খেলে কালশিটে পড়ার আশঙ্কা থাকে।


অল্প আঘাতেই রক্ত জমাট বেঁধে গেলে বা ত্বকে কালশিটে দাগ পড়লে সতর্ক হোন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।

Countdown Timer
00:01

Comments