কাল নাগিনীর হাড়ে ফাঁটল, চিকিৎসা হচ্ছে মানুষের মতোই!
পটুয়াখালীর কলাপাড়ায় একটি মৃদু বিষধর কাল নাগিনী সাপ আহতাবস্থায় উদ্ধারের পর উন্নত চিকিৎসার জন্য ভেটেনারি সার্জনের পরামর্শে এক্সরে করেছে এনিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্যরা।
বুধবার (১০ জুলাই) রাত দশটায় পৌর শহরের একটি বেসরকারি ক্লিনিকে সাপটিকে নিয়ে আসা হয়। পরে এক্সরে করে জানা যায়, সাপটির মাঝ বরাবরের হাড়ে ফাঁটল ধরেছে।
পার্শ্ববর্তী আমতলী উপজেলার পূজাখোলা দফাদার বাড়ি সংলগ্ন এলাকা থেকে সাপটিকে লাঠি দিয়ে পেটানো অবস্থায় গ্রামবাসীদের হাত থেকে রক্ষা করে এনিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্যরা। প্রথমবার এক্সরে করা দেখে অনেকে হতবাক হলেও বন্যপ্রাণী রক্ষার কাজকে সাধুবাদ জানিয়েছে সচেতন মহল। সবুজ এবং লাল ও কালো রঙের ডোরাকাটা প্রাপ্তবয়স্ক এ সাপটির দৈর্ঘ্য প্রায় ৩ ফুট।
কলাপাড়া ল্যাব এশিয়া ডায়াগনস্টিক সেন্টারের এক্সরে টেকনিশিয়ান মো. সাঈদ হোসেন বলেন, ‘মূলত আমরা মানুষের এক্সরে করে থাকি। এই প্রথম বিরল একটি এক্সরে করলাম। এনিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্যরা বন্যপ্রাণি নিয়ে কাজ করে। এটা আমি আগে থেকেই জানি। তাদের এ কাজকে সাধুবাদ জানাই। আশা করছি সাপটি সুস্থ হয়ে উঠবে।’
এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার বায়জিদ আহসান বলেন, ‘ইয়াসিন সাদিক (সহকারী কমিশনার ভূমি কলাপাড়া পটুয়াখালী ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) মহোদয়ের সার্বিক সহযোগিতায় Animal Lovers Of Patuakhali-ALP স্বেচ্ছাসেবী প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠনের সাপ ও বন্যপ্রাণী উদ্ধারকর্মী আহত সাপটি উদ্ধার করেন এবং ভেটেনারি সার্জনের পরামর্শ অনুযায়ী প্রাথমিক চিকিৎসা চলমান রয়েছে।’
Comments
Post a Comment