হিজাব পরা ছাত্রীদের পরিচয় শনাক্তে চট্টগ্রাম নার্সিং কলেজে বিশেষ ব্যবস্থা

 


চট্টগ্রাম নার্সিং কলেজে হিজাব ও নিকাব পরিধানকারী নারী শিক্ষার্থীদের পরিচয় শনাক্তের জন্য আলাদা কক্ষে নারী শিক্ষকের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


আজ মঙ্গলবার (১ জুলাই) কলেজের অধ্যক্ষ মোসাম্মৎ সেলিনা আক্তারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, নারী শিক্ষার্থীরা ধর্মীয় অনুশাসন অনুসরণ করে হিজাব ও নিকাব পরে ক্লাস এবং বিভিন্ন বর্ষের পরীক্ষায় অংশ নিতে পারবেন। তবে পরীক্ষার আগে পরিচয় নিশ্চিত করার জন্য নারী শিক্ষক দ্বারা আলাদা কক্ষে তা যাচাই করা হবে।


এছাড়াও, কলেজ ক্যাম্পাসে সকল শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের ধর্মীয় বিশ্বাসে আঘাত লাগে এমন কোনো কথা, আচরণ বা কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সকলের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল থেকে শান্তিপূর্ণ ও সহনশীল পরিবেশ বজায় রাখার জন্য এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।


এসআইএস/

Countdown Timer
00:01

Comments