আপুরা মাথায় পরিষ্কার ঢুকিয়ে রাখেন- ব্রেস্ট মাসাজ করে বড় করা সম্ভব না, কোন ক্রিম ডলেও টাইট করা সম্ভব না।
খুব জনপ্রিয় পেইজ বা ইনফ্লুয়েন্সার যদি আপনাকে বলে যে ওমুক ক্রিম ইউজ করে ব্রেস্ট বড় বা টাইট হয়েছে, তাহলে আপনি ভুলের মাঝে আছেন।
আরো সহজ করে বলি। আপনার এক হাতে আধা কেজি গরুর মাংস দেয়া হলো যেটা প্রায় চর্বিহীন, আরেক হাতে আধা কেজি গরুর চর্বি দেয়া হলো। আপনাকে এখন যদি হাতের আঙ্গুল মুঠো করে দুটোই ধরে রাখতে বলা হয়, কোনটা বেশি ঝুলে যেতে চাইবে বলেন?
আবার যদি আধা কেজি গরুর চর্বিতে সারাদিন কয়েক মাস ধরে আপনি কোন ক্রিম ডলেন, তাহলে কি সেই চর্বিটা থলথলে অবস্থা থেকে রাতারাতি টাইট হয়ে যাবে বা আধা কেজির জায়গায় বেড়ে এক কেজি হয়ে যাবে?
মেয়েদের ব্রেস্টকে মাসলের সাথে আটকে রাখে জালের মতো কিছু লিগামেন্ট। লিগামেন্ট তো কোন ক্রিম দিয়ে টাইট করা যায় না, লিগামেন্টের ব্যায়ামও হয় না।
আপনার বুকের হাড়ের সাথে আছে মাংস বা মাসল, তার উপরে আছে চর্বির দুটো দলা যে দলা মাসলের সাথে আটকে রাখে জালের মতো দেখতে লিগামেন্ট।
হাজার টাকার ক্রিম ঘষে তো লাভ নেই। বায়োলজি বুঝেন। অবোধ কোন ইনফ্লুয়েন্সার বা সুযোগসন্ধানী ব্যবসায়ীর পাল্লায় পড়েন না।
আমাকে ফলো করলে উল্টো আপনার টাকা বাঁচবে।
দিনশেষে আমাকে দোয়া দিয়ে সেই টাকা খরচ করে বরং বছরে একবার ম্যামোগ্রাম বা ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং করান। সুস্থভাবে বাঁচুন।
আর ভাইয়ারা, আপনাদের সঙ্গীকে ছোট ফিল করাবেন না। পর্নোগ্রাফি দেখে নিজের অবাস্তব ইচ্ছা চাপিয়ে দিবেন না।
ভিডিও লিংক কমেন্টে।
#kanizfatimachhanda #saggybreast #BreastTightening #breasttighteningcream #selfawareness #knowyourworth #knowyourbody #deardiet #mammogram #BreastCancerAwareness #BreastCancer
Comments
Post a Comment